দালালে ভরপুর চমেক, আবারও গ্রেপ্তার-২

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানি করে নানা উপায়ে অর্থ হাতিয়ে নেয়া, চুরি, ছিনতাই, মোবাইল, ব্যাগসহ বিভিন্ন উপকরণ চুরির অপরাধে ৪৮ ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে চমেক হাসপাতালের ষষ্ঠ তলায় অভিযানে আটক হওয়া দুই দালাল হলেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার রাজা মিয়া মিস্ত্রীর বাড়ীর বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান প্রকাশ তুহিন (৩২) এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানা এলাকার মনিকুড়া উত্তর বাজারের মো. শওকতের ছেলে মো. সৌরভ (২৮)।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এস আই নুরুল আলম আশেক বলেন, চট্টগ্রাম মেডিকেলে দালাল ও চোরমুক্ত করার অভিযান জোরদার করার ৪৮ঘন্টার মধ্যে আরও দুই কথিত দালালকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বুধবারেও সিরাজুল ইসলাম (৫০) সানোয়ার হোসেন (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সকলেই পেশাদার চোর ও ছিনতাইকারী দলের সদস্য। তাদের নামে একাধিক মামলার রেকর্ড রয়েছে। তারা মেডিকেলের রোগী ও স্বজনদের মোবাইল, টাকা, মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। তাছাড়া বিভিন্ন রকম মিথ্যা আশ^াসে সেবার নাম করে রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন