তারা বউ জামায়, ইয়াবা বেচে টাকা কামায়

ইয়াবা কারবারে জড়িত থাকার অপরাধে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ হাতে নাতে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০হাজার ইয়াবা এবং নগদ আড়াই লাখ টাকা জব্দ করা হয়।

সোমবার (১৫ আগস্ট) চাঁন্দগাও আবাসিক এরিয়া কল্যাণ সমিতি অফিসের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেফতার আসামিরা হলেন- কক্সবাজারের টেকনাফ পৌরসভার মৃত জালাল আহম্মদের ছেলে দিল মোহাম্মদ (৪৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকার মতো হবে বলে তিনি জানিয়েছেন। প্রথমে ২০ হাজার ইয়াবাসহ দিল মোহাম্মদকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রিমা আবাসিকের ভাড়াবাসায় অভিযান চালানো হয়। সেখানে আরও ৬০ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়।

স্বামী-স্ত্রী মিলে টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম-ঢাকাসহ সারাদেশে সাপ্লাই দিত বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন