চট্টগ্রামে ৫ জেএমবি সদস্যের মৃত্যুদন্ড

চট্টগ্রামে জেএমবি’র ৫ সক্রিয় সদস্যকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল। চট্টগ্রামের নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির ভেতরে বোমা হামলার ঘটনায় বুধবার (১৭ আগস্ট) ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত জঙ্গী সদস্যরা হলো আবদুল মান্নান, রমজান আলী, বাবলু রহমান, আবদুল গাফফার ও এম সাখাওয়াত হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামের ঈশা খাঁ ঘাঁটির ভেতরে জুমার নামাজের সময় একযোগে দুটি মসজিদে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওইদিনের জঙ্গী হামলায় কেউ নিহত না হলেও ২৪মুসল্লী আহত হয়েছিলো। বোমা হামলায় জড়িত থাকায় সে সময় দুই মসজিদ থেকে দুই জঙ্গীকে গ্রেপ্তার করেছিলো মুসল্লিরা। গ্রেপ্তার হওয়া দুই জঙ্গী হলেন আব্দুল মান্নান ও রমজান আলী। আজ এ দুই আসামীর সাথে আরও তিন জেএমবি সদস্যের ফাঁসির আদেশ হলো।

হামলার ৯ মাস পর ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর নৌবাহিনীর নেভাল প্রভোষ্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় মামলা করেন। ঘটনার ২২ মাস পর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়, যার রায় আজ ঘোষিত হলো।

আরও পড়ুন