চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহর্ধমিণী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা, নিরব রাজনৈতিক কর্মী। তিনি বলেন, শেখ ফজিলাতুন নেছা মুজিবের ষষ্ঠ ইন্দ্রিয় ছিল প্রখর। এসময় মেয়র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আতœত্যাগ ও মানবিক দৃষ্টি ভঙ্গি থেকে শিক্ষা গ্রহণ করে নারীসমাজকে জাগ্রত হওয়া আহবান জানান।
সোমবার ( ৮ আগস্ট) সকালে শুলকবহর ওয়ার্ডের আজাদ কমিউনিটি সেন্টারে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এম আর আজিমের তত্বাবধানে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিবস উপলক্ষ্যে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শাড়ী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এম আর আজিমের তত্বাবধানে নারীদের আত্মনির্ভশীল ও আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে ২শ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন ও বস্ত্র বিতরন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি এম আর আজিম বলেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ, নিরাপদ থাকবে বাংলাদেশ। শেখ হাসিনা এদেশকে বিশে^র দরবারে সম্মানের আসনে বসিয়েছেন। তাই তিনি বাংলার নারী ও যুবক ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধা থাকতে অনুরোধ জানান।
মেয়র বলেন, শেখ হাসিনা, শেখ রেহেনা যখন বিদেশে চলে যান, তখন কর্তব্যরত সিপাহীকে দেখিয়ে বলেছিলেন, আজ ওর বন্দুক মাটির দিকে তাক করা, কাল হয়তো এই বাড়ির দিকে তাক করবে। এমন একজন মহিয়সী নারী কত হাজার বছরে আসবে জানিনা। তিনি সকলকে বঙ্গমাতার আর্দশ অনুসরণ করার আহবান জানান।
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এম আর আজিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, ইউনুছ গণি, শরফুদ্দিন রাজু, রেহান উদ্দীন, হাবিবুল্লাহ জাহিদ, মেজবাহ উদ্দিন মোরশেদ, গাজী আলমগীর, আসিবুর রহামান মুন্না, বেলাল হোসেন, রুবেল শীলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।