বঙ্গমাতার ৯২তম জন্মদিনে চট্টগ্রাম ওয়াসার আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ওয়াসা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

সোমবার (৮ আগস্ট) সকালে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক(প্রশাসন) তাহেরা ফেরদৌস মহোদয়, উপ-ব্যবস্থাপনা পরিচালক(অর্থ) ছামছুল আলম, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, বাণিজ্যিক ব্যবস্থাপক আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় অথিতিরা বলেন, বঙ্গমাতার সাহস আর প্রেরণা ছিলো বঙ্গবন্ধুর মূল শক্তি। বাংলাদেশের নারী সমাজকে বঙ্গমাতার আদর্শে উজ্জীবিত হয়ে তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ অনুসরণ করতে হবে। তার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকান্ড এবং নারী মুক্তির যে ধারা বিরাজমান রয়েছে তা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন