রাউজানে রাত ৮টার পর দোকান চালু রাখায় জরিমানা

চট্টগ্রামের রাউজানে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান ও প্রতিষ্ঠান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টা থেকে উপজেলা সদরের ফকিরহাটের বিভিন্ন অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার অভিযান পরিচালনা করেন।

এসময় মুদির দোকান, সবজি দোকান ও স্টেশনারী দোকান ৮টার পরে চালু রাখায় ১৪ মামলায় মোট ৪৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন রাউজান পুলিশের কর্মকর্তা ও আনসার বাহিনীর সদস্যরা।

এপ্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, আমরা অভিযান শুরু করেছি। সরকারি নির্দেশনা অমান্য করে কোন দোকানপাট বা প্রতিষ্ঠান ৮টার পর খোলা রাখা যাবে না। গত রাতের (রবিবার) অভিযানে ১৪ প্রতিষ্ঠান থেকে ৪৫হাজার ৫’শ টাকা জরিমানা আদায় হয়েছে। এই অভিযান অব্যাহত থাকলে বলেও জানান তিনি।

আরও পড়ুন