অবরোধের সমর্থনে মিছিল করার সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে গ্রেপ্তার করেছে সাদা পোষাকের গোয়েন্দা দল।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরীর লালখান বাজার এলাকায় মিছিল করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নগর বিএনপি।
এদিকে দলের নেতারা অভিযোগ করেছেন, আটকের পর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে সৌরভকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। পরে দুপুরের দিকে তাকে সিএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করে ডিবি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, একটি পুরানো মামলায় এজাহারভুক্ত আসামী সৌরভ প্রিয় পালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।