চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪১ তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার ( ৩০জুন) বিকাল ৩টায় হাসপাতালের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান।

সভার শুরুতেই বিগত ১ বছর কার্যকালে যেসকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাসপাতালের আজীবন সদস্য/সদস্যা ও হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাঁদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

সভাতে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

সভায় ২০২১ সালের হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ।

প্রতিবেদনে হাসপাতালের সার্বিক কার্যক্রম বিশেষ করে বিগত বছরে বিশেষ বিশেষ অর্জন সমূহ আজীবন সদস্য/সদস্যাগণের উদ্দেশ্যে তুলে ধরা হয়। কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০২১ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন, ২০২২ সালের বাজেট ও ২০২২ সালের নিরীক্ষক নিয়োগের প্রস্তাব সভায় উপস্থাপন করেন এবং বাজেটের বিশেষ দিক সমূহ তুলে ধরেন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ২০২১ সালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২২ সালের বাজেট উপস্থাপন করেন মেডিকেল কলেজের গভর্নিং বডির ভাইস প্রেসিডেন্ট এবং অনারারী ট্রেজারার সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

সভাতে হাসপাতালের বার্ষিক প্রতিবেদন, হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন, ২০২২ সালের জন্য নিরীক্ষক হিসেবে রহমান রহমান হক চার্টার্ড একাউনটেন্টস ফার্মকে পুনরায় নিযুক্ত করা হয়।

সভাতে জেনারেল সেক্রেটারীর প্রতিবেদন, হাসপাতাল ও মেডিকেল কলেজের আর্থিক বিবরনী নিরীক্ষিত হিসাব ও ২০২২ সালের প্রস্তাবিত বাজেটের উপরে সম্মানিত আজীবন সদস্যগণ বিশদভাবে আলোচনায় অংশ গ্রহণ করেন। বিস্তারিত আলোচনা শেষে বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব ও প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

আজীবন সদস্যগণের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মহিউদ্দিন শাহ আলম নিপু, মহিউদ্দিন এফসিএ, এমদাদুল আজিজ চৌধুরী, ডাঃ আ ম ম মিনহাজুর রহমান, ওয়াজি উল্লাহ বাদল, জহির আহমেদ, মোঃ শামসুল আলম, সোলায়মান হোসেন বাচ্চু, এস এম গিয়াস উদ্দিন, লায়ন মোঃ মাহমুদুর রহমান শাওন, হাসান মুরাদ, সেলিম হোসেন চৌধুরী, শামসুল মাওলা,  তালুকদার আবদুল হালিম, মাহবুব, গোলাম মাওলা, সালাউদ্দিন সামির, ফজলুল করিম মুন্না, মোঃ আলাউদ্দিন,আসাদুজ্জামান মৃধা,  ফজলুর রহমান স্বপন, খন্দকার রাজু আহমেদ, মোঃ শাহজাহান, কামাল হোসেন রমজান, মোঃ শাহ আলম প্রমুখ।

সভাতে আজীবন সদস্যবৃন্দ হাসপাতালের সেবার মান ও পরিধি বৃদ্ধি, আজীবন সদস্য/সদস্যাদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি, কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ আজীবন সদস্যদের বিভিন্ন প্রশ্নের প্রদান করেন এবং যেসকল বিষয় সভায় উপস্থাপিত হয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য এবং বার্ষিক সাধারণ সভা সফল করার জন্য সম্মানিত আজীবন সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, আপনাদের সকল বক্তব্য রেকর্ড করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা করে পর্যায়ক্রমে আপনাদের সুপারিশ সমূহ বাস্তবায়ন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী, ডাঃ মোঃ পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মোঃ আহসান উল্লাহ, ডোনার সদস্য মোঃ শহীদ উল্লাহ, ড. ইঞ্জিঃ রশীদ আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তৈয়ব, প্রফেসর ডাঃ কামরুন নেসা রুনা, মোঃ আলমগীর পারভেজ, খায়েজ আহমেদ ভূঁইয়া, মোঃ হারুন ইউসুফ, এ এস এম জাফর, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর (ডাঃ) এ এস এম মোস্তাক আহমেদ ও হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক প্রমুখ।

সভায় হাসপাতালের এনেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডাঃ) অলক নন্দীকে প্রেসিডেন্ট স্পেশাল এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া বিগত ১ বছরের কাজের মান বিবেচনা করে হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিষ্ট্রার ডাঃ নাবিল আসগর চৌধুরী, অবস এন্ড গাইনী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শামিমা নাসরিন, হিসাব সহকারী জাফর আহমেদ, সিনিয়র ষ্টাফ নার্স আকলিমা বেগম, নার্সিং এটেনডেন্ট জাকিয়া বেগম, এমএলএসএস শাহাদাত হোসেন, সিকিউরিটি গার্ড আবদুস সাত্তার ও ক্লিনার সুরেশ দাশকে বেষ্ট সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়া সভাতে এসএন্ডএফ করিম ট্রাষ্টের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ২০১৪-২০১৫ ব্যাচের ছাত্রী ডাঃ শেখ ফৌজিয়া সুলতানাকে বেষ্ট ইন্টার্ন হিসেবে গোল্ড মেডেল এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আরও পড়ুন