টেরিবাজার থেকে ওয়ানশুটার গানসহ গ্রেপ্তার-৩

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) কর্তক পরিচালিত অভিযানে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা টেরিবাজারেই মিললো একটি অস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (৩ জুলাই) র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে টেরিবাজারের সিটি মার্কেটের ল্যান্ডমার্ক টেইলার্সে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে র‌্যাব।

আটককৃতরা হলেন বাকলিয়া বড় মসজিদ এলাকার মৃত অজি উল্লাহ’র ছেলে আব্দুল শুক্কুর ওরফে শুক্কুর মিস্ত্রি (৪০), নোয়াখালীর বাতানিয়া এলাকার আব্দুল লতিফের ছেলে মো ইউসুফ সৌরভ (১৯), চকবাজার এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মোজাম্মেল হক (৪২)।

স্থানীয় সূত্র জানায়, ল্যান্ডমার্ক টেইলার্সে ‘লুকিয়ে রাখা’ মাদকের সন্ধানে বৃহস্পতিবার সাদা পোশাকে অভিযান চালায় র‌্যাবের একটি দল। পরে সেই দোকানে মাদক না পেয়ে একই তথ্যের ভিত্তিতে শনিবার ফের সেখানে অভিযান চালানো হয়। পর পর দুই দফা অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় টেরিবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এদিকে র‌্যাব জানায়, ‘সংবাদাতা’ আব্দুল শুক্কুর তাদের কাছে তথ্য দেয় টেইলার্সটিতে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণে মাদক। পরে সেই তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‌্যাব। এসময় টেইলার্সটির দোকানের কাপড়ের রেক থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান। পরে র‌্যাবের সংবাদাতার আব্দুল শুক্কুরের কথা বার্তায় অসংলগ্নতা পেলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। এক পর্যায়ে আব্দুল শুক্কুর স্বীকার করেন দোকান মালিক ইয়াকুব আলীকে ফাঁসাতে অস্ত্রটি সেখানে রাখা হয়েছিল।

র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, দোকান কর্মচারী ইউসুফকে হাত করে টেইলার্স মালিককে ফাঁসাতে অস্ত্রটি রাখা হয়েছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে শুক্কুর অস্ত্রটি রাখার পরিকল্পনা করে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের পাশাপাশি স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন