চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতি (চমেসাস) এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২৮ অক্টোবর (শনিবার) সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৭২ ভোটারের মধ্যে ৫৮টি ভোট পড়ে, এক ভোট বাতিল হয়। এই নির্বাচনে মুস্তফা নঈম সভাপতি ও আবদুল্লাহ মাহমুদ সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্ধিতা) নির্বাচিত হন।
সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রফিকুল ইসলাম সহ-সভাপতি, মো: মাহবুবুর রহমান কোষাধ্যক্ষ, সাইফুল ইসলাম শিল্পী ও এস এম জাহেদুল হক সদস্য নির্বাচিত হন।
পাঁচলাইশ থানা সমবায় অফিসার মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব অন্যান্য সদস্যরা হলেন জেলা অডিটর পার্থ কান্তি বিশ্বাস ও পরিদর্শক মো: সোলায়মান।
অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন উপসহকারী নিবন্ধক মো: কেফায়েত উল্লাহ খান ও কমিটির সদস্য ছিলেন পরিদর্শক মো: আবু সাঈদ।