প্রধানমন্ত্রী কর্তৃক ২৮ অক্টোবর উদ্বোধন হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল‘। টানেল উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনকে নির্বিঘœ করতে ওই এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পরিদর্শনকালে সিএমপি কমিশনার নিরাপত্তা বিষয়ক সার্বিক নির্দেশনা প্রদান করেন। তিনি প্রস্তুতির সার্বিক খুঁটিনাটি দেখেন। তাছাড়া তিনি আরও করণীয় নিয়েও দিকনির্দেশনা প্রদান করেন। একই সময়ে প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।