প্লিজ বিভ্রান্তি ছড়াবেন না : বুবলী
নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের হাত ধরে ঢালিউডে অভিষেক হয় বুবলীর। একাধিক ছবিতে জুটি হিসেবে কাজ করায় শাকিবের সঙ্গে বুবলীর প্রেমের খবর প্রকাশ্যে আসে।
যদিও এ নায়িকা কখনো তা স্বীকার করেননি। এখন শোনা যাচ্ছে, শাকিবের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না বুবলীর। একে অন্যকে এড়িয়ে চলছেন তারা। এরইমধ্যে শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে অভিনয়ও করেছেন বুবলী। তাদের মধ্যে আদর আজাদ অন্যতম। গুঞ্জন চাউর, এই নায়কের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি। সম্প্রতি আদর-বুবলী জুটির ‘তালাশ’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।
এবার আরও এক নতুন গুঞ্জন শুরু হয়েছে নায়িকাকে নিয়ে। হালের সফল চলচ্চিত্র পরিচালক রায়হান রাফির সঙ্গে নাকি প্রেম করছেন বুবলী! এই পরিচালকের ‘টান’ ও ‘সাত নাম্বার ফ্লোর’ ওয়েব কনটেন্টে কাজ করেছেন বুবলী। তবে বরাবরের মতো এই প্রেমের কথাও অস্বীকার করেছেন বুবলী। তিনি বলেন, এটা একটা ভিত্তিহীন খবর।
আসলে রাফি ভাইয়ের সঙ্গে আমার কয়েকটি কাজ দর্শক পছন্দ করেছে। এ ছাড়া সামনে আরও কয়েকটি প্রজেক্ট নিয়েও কথা হয়। এরমধ্যে এই ধরনের সংবাদ বিভ্রান্তিকর। যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারে না তারাই হয়তো এসব ছড়াচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করবো বিভ্রান্তি না ছড়ানোর।