উখিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকা থেকে ধর্ষণ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত জয় মোহাম্মদ জিশান নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। বুধবার বিকাল ৪ টার দিকে কোটবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন,উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল উদ্দিন ভুট্টুর ছেলে জয় মোহাম্মদ জিশান (১৯)।
র্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,বুধবার বিকাল ৪ টার সময় র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকা থেকে ধর্ষণ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী জয় মোহাম্মদ জিশান (১৯),কে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী জয় মোহাম্মদ জিশান এর বিরুদ্ধে নারী ও শিশু মামলা নং-৮৬/২৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।