জাতীয় যুব সংহতি কুতুবদিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন
জাতীয় যুব সংহতি কুতুবদিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) রাতে মোঃ ডালিম উদ্দিন রিয়াদকে আহ্বায়ক ও এইচএম জিল্লুর রহমান জুয়েলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব সংহতি কুতুবদিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদনের প্রেস বিজ্ঞপ্তি দেন কক্সবাজার জেলা যুব সংহতির আহ্বায়ক নুরুচ্ছফা সাগর ও সদস্য সচিব আয়াছ মাহামুদ রনি।
উক্ত আহ্বায়ক কমিটিতে কামরুল ইসলাম ছোটন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিরাজুল ইসলাম হেলাল, আবু আহম্মদ, হাফেজ রিয়াদ,কুতুব উদ্দিন কুতুবী,মোহাম্মদ মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এছাড়া জাহাঙ্গীর আলম আজাদ,নিয়ামতুল করিম সিকদার,সাইদী হাসান, কলিম উল্লাহ কলিম, মোহাম্মদ ফোরকান, শওকত ওসমান,মিজানুর রহমান,জসিম উদ্দিন, আমির খান,কামাল হোসেন, মোহাম্মদ ইউছুপ,মোহাম্মদ ছোটন,মোহাম্মদ আতিক সদস্য করা হয়।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি করে উপজেলা সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়।