কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান ১রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজের খোসাসহ ১ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকালে ক্যাম্প-৮/ওয়েস্ট, ব্লক-এফ, সাব-ব্লক-এ/৬৪ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী হলেন,ক্যাম্প-৮/ওয়েস্ট ৬৪ এ-ব্লকের জাহিদ হোসেনের ছেলে মীর কাশেম (২২)।
১৪ এপিবিএনের অধিনায়ক মোঃ ইকবাল শনিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ইকবাল,অংশু কুমার দেব, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮/ওয়েস্ট, ব্লক-এফ, সাব-ব্লক-এ/৬৪ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মীর কাশেম নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে ১ টি ওয়ান শুটার গান, ১রাউন্ড কার্তুজ ও ১ টি কার্তুজের খোসাসহ গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।