ঘুমধুমে ২৪ বোতল বিদেশী মদসহ আটক: ২

নাইক্ষ‌্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে ২৪ বোতল বিদেশী মদসহ আবু ছিদ্দিক(২০) ও জাফর আলম(৪৭) নামের দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) বিকালের দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার দিক-নির্দেশনায় এসআই পাভেল মল্লিক ও এএসআই শ‌্যামলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে এক ব্যাটারি চালিত অটো রিক্সা তল্লাশি করে ২৪ বোতল বিদেশী মদসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব‌্যক্তিরা হল: উখিয়া উপজেলার জামতলী পশ্চিম সিকদারবিল এলাকার নুর মোহাম্মদের ছেলে আবুছিদ্দিক (২০) অপরজন টেকনাফ থানার শাপলাপুর শীলকালি এলাকার নুরুল ইসলামের পুত্র জাফর আলম(৪৭)।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অটোরিক্সা তল্লাসী করলে ২৪ বোতল বিদেশী মদসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় পাচারকাজে ব‌্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়।

তিনি আরো বলেন মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটু সাহ বলেন, আটক ব‌্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন