ঘুমধুম পুলিশের অভিযানে বিদেশী সিগারেটসহ আটক-১
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি সিগারেটসহ ১ পাচারকারীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। ৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে ঘুমধুম রাবার বাগান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহাতীত উক্ত সিএনজি তল্লাশি করে ৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত আসামি উখিয়া উপজেলার মরিচ্যা পাগলিরবিলের আবুল হোসেনের ছেলে ইমাম হোসেন (৩০)।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাইক্ষ্যছড়ি থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা।