বোয়ালখালীতে নিখোঁজের ৩দিন পর ডোবায় মিলল কবিয়ালের লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিখোঁজের তিনদিন পর বাড়ির অদূরে ডোবা থেকে কবিয়াল সরকার কমল দাশের (৬৬) নামের মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী ইমামুল্লাচর গ্রামের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সরকার কমল দাশ ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইমামুল্লার চর গ্রামের মৃত সুধাংশু দাশের ছেলে। সঙ্গীতশিল্পী ও কবিয়াল হিসেবে চট্টগ্রামে তিনি সুপরিচিত ছিলেন।

কমল দাশের ছেলে অন্তর দাশ বলেন, গত (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে আমার বাবা ঘর থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইলও বন্ধ ছিল। পরদিন বোয়ালখালী থানায় এসে সাধারণ ডায়েরি করি। লাশ উদ্ধারের পর অন্তর দাশের সন্দেহ, তার বাবাকে ‘খুন’ করে লাশ জলাশয়ে পানির নিচে মুখ ডুবিয়ে রেখে কপুরিপানা দিয়ে রেখেছিল।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, ইমামুল্লার চরের পাশেই দক্ষিণ সারোয়াতলী গ্রামের ধনার দোকানের অদূরে বিলের মধ্যে পানি জমে থাকা একটি খাদের মধ্যে লাশটি ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। মরদেহে সামান্য আঘাতের চিহ্ন আছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন