লামায় ১২শত মানুষ প্রতিদিন ৫কেজি করে ওএমএসের চাল পাবে
চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী খোলা বাজারে বিক্রি (ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় লামা পৌরসভার তিনটি কেন্দ্রের ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
সরকারী পরিপত্র অনুযায়ী, প্রতিজন মানুষ টিসিবির ফ্যামিলি কার্ডে ওএমএসে ১৫ দিনে পাঁচ কেজি করে মাসে ১০ কেজি চাল মিলবে। লামা পৌরসভার ৩টি কেন্দ্রে প্রতিদিন ১২শত মানুষ ৫ কেজি করে চাল পাবে। তবে এবার লামায় ওএমএসে আটা দেয়া হচ্ছেনা।
বৃহস্পতিবার সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ সামনে ডিলার বাসু দেব পালিত এর কেন্দ্রের উদ্বোধনের মধ্য দিয়ে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সা, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন, মোঃ রফিক, লামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিমির কুমার দে সহ প্রমূখ।
জানা গেছে, সারাদেশে ওএমএসের কেন্দ্র সংখ্যা ২ হাজার ৩৬৩টি। এরমধ্যে সব কেন্দ্রেই চাল বিক্রি করা হবে। ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে দৈনিক চালের বরাদ্দ ৪ হাজার ৮০১ টন। ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে মাসিক (সর্বোচ্চ ২২ দিন ধরে) চালের বরাদ্দ এক লাখ ৫ হাজার ৬২২ টন। আটা বিক্রি হবে ৪০৩টি কেন্দ্রে।
লামা উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে।