উখিয়ায় সহযোগীসহ ইউপি সদস্যের ছেলে গ্রেপ্তার : ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় ২ কোটি ঊনিশ লক্ষ টাকা মূল্যের ৭৩ হাজার পিস ইয়াবাসহ উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ হাশেমের ছেলে বাহাদুর ও ইউনুসকে আটক করেছে বিজিবি।আটক ইউনুছ রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের রশিদ আহম্মদের ছেলে। তিনি ইয়াবা গডফাদার বাহাদুরের সেকেন্ড ইন কমান্ড।
রোববার ভোর রাতে (৩৪ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে বালুখালী বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপির পূর্ব দিঘলিয়া কাশেমের ভিটা নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ১১ টা ৫০ মিনিটের সময় উক্ত স্থানে কতিপয় ব্যক্তিদের আসতে দেখে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চাকবৈঠা এলাকার মোঃ আবুল হাসেম চৌধুরীর ছেলে মোঃ নুরুজ্জামান প্রকাশ বাহাদুর (৩৫)মোঃ রশিদ আহম্মেদ এর ছেলে মোঃ ইউনুছ (২৮)কে ২ কোটি ঊনিশ লক্ষ টাকা মূল্যের ৭৩ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিদেরকে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হাশেম।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদী হোসাইন কবির রোববার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন মাদককারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১৭২,৬২,৬৬,৬০০/- (একশত বাহাত্তর কোটি বাষট্টি লক্ষ ছেষট্টি হাজার ছয়শত) টাকা মূল্যের ৫৭,৫৪,২২২ (সাতান্ন লক্ষ চুয়ান্ন হাজার দুইশত বাইশ) পিস বার্মিজ ইয়াবা, ৭০,১০,০০,০০০/- (সত্তর কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২,৭২,৯১,৬৮৭/- (দুই কোটি বাহাত্তর লক্ষ একানব্বই হাজার ছয়শত সাতাশি) টাকা মূল্যের ৩,৩২৩.৫৭ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ সর্বমোট ২৪৫,৪৫,৫৮,২৮৭/- (দুইশত পয়তাল্লিশ কোটি পয়তাল্লিশ লক্ষ আটান্ন হাজার দুইশত সাতাশি) টাকা মূল্যের মাদকদ্রব্য ও স্বর্ণালংকার এবং ৭৭ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।