বাঁশখালীতে চলছে চিরুনী অভিযান : বিএনপি’র ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের জ্ঞাত-অজ্ঞাত সাড়ে চারশজন নেতা-কর্মীর বিরোদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। এতে বিস্ফোরণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও সরকারী কাজে বাধা এবং পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। ওইদিন ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬৩ রাউন্ড গুলি ছুড়েছিল। এ ঘটনায় সোমবার (২৯ আগস্ট) রিপোর্ট লেখা পর্যন্ত এজহারনামীয় ৭জন ও তদন্তে প্রাপ্ত ৯ জন সহ মোট ১৬জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পৃথক তিনটি মামলায় গ্রেফতারকৃত এজহারনামীয় আসামীরা হলো- দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সম্পাদক ও বাঁশখালী পৌর মহিলা দলের সভাপতি শরাবন তাহুরা ফেরদৌস কলি, দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল নাঈম চৌধুরী রিপু, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. তারেক, বিএনপির সমর্থক সাধনপুর ইউপির মো. জোবায়ের, ডোংরা এলাকার পারভেজ ও মো. এমরান, জঙ্গল নাপোড়ার মো. কামাল।
গ্রেফতারকৃত তদন্তেপ্রাপ্ত আসামীরা হলো সাধনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. দেলোয়ার, বিএনপির সমর্থক পশ্চিম গুনাগরির কায়সার, দক্ষিণ সাধনপুরের আব্দুর রহিম, চন্দনাইশ থানার সাতবাড়িয়া ইউপির জসিম উদ্দিন চৌধুরী মিন্টু ও মো. মোশাররফ হোসেন, বাহারছড়া ইউপির হেলাল উদ্দিন, সাধনপুর ইউপির শওকত, শীলকূপ ইউপির মোহাব্বত আলী পাড়ার নবাব আলী, শেখেরখীল ইউপির মো. জাকারিয়া।
এদিকে মামলার পর থেকে বিএনপির লোকজন এলাকায় পুলিশ আতংকে আছে। অনেক নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে। সোমবার (২৯ আগস্ট) রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সর্বত্র সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে।
বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পৃথক ৩ মামলায় গ্রেপ্তার ৬ – CTG SANGBAD24
বাঁশখালী বিএনপি জলে-কাদায় একীভূত, অর্ধশতাধিক আহত – CTG SANGBAD24