লামায় দূর্গমে স্বাস্থ্য সেবা বৃদ্ধি করতে মাঠ কর্মীদের সাথে ওরিয়েন্টেশন
বান্দরবানে লামা উপজেলায় দূর্গমে মা ও নবজাতক শিশু স্বাস্থ্য সেবা বৃদ্ধি করতে ইউনিয়ন পর্যায়ে সেবা কর্মীদেরকে “ফ্রন্ট লাইন স্টাফ ওরিয়েন্টেশন” দেওয়া হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যোগে লামা সদর ইউনিয়নে বৈল্লাচর কমিউনিটি ক্লিনিকে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচী বাস্তবায়নের সহযোগিতা করেছে ইউএসএআইডি ও কারিগরিক সহায়তায় সেভ দ্য চিলড্রেন-গ্রীন হিল, মামুনি-এমএনসিএসপি প্রকল্প
ওরিয়েন্টেশনের প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ মুঈনুদ্দীন মোর্শেদ।
এসময় মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম ও মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রক ডা. জেসমিন আক্তার রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারী সংস্থা গ্রীন হিল এর মামনি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মংছিংপ্রু।
প্রধান অতিথি ওরিয়েন্টেশনে ফিস্টুলা ও গর্ভবতী মা’দের যতœ, ডেলিভারী লেবার সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া, গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক এর মূল চালিকা শক্তি হলো কর্মএলাকার জনগোষ্ঠী থেকে মনোনীত কমিউনিটি গ্রুপ। এই গ্রুপের দায়িত্ব ও ক্লিনিকে সেবা সম্পর্কে প্রচার ও প্রসার ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।