কুতুবদিয়ায় ১৫শ চারা রোপণ বিতরণ করেছে আবাম ফাউন্ডেশন
কক্সবাজারের কুতুবদিয়ায় আবাম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার দু’দিন ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচীতে মসজিদ, হেফজখানা, মাদ্রাসা, স্কুলসহ ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। দুদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন আল-ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মোর্শেদুল মান্নান।
সামাজিক সংগঠন মুছা সিকদার পাড়া হেল্প ফর সোসাইটি, কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাব, ইউনাইটেড ব্লাড ব্যাংক, দারুল আমান সংগঠন, স্থানীয় জনসাধারণ, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীদের সহায়তায় বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
আবাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ উল্লাহ, ডেন্টিস্ট রহিম উল্লাহ, মোঃ হোসাইন, মোঃ সেজাউল করিম মনি, ব্লাড ডোনেটিং ক্লাব প্রতিনিধি মোঃ নেজাম, মুছা সিকদার পাড়া হেল্প ফর সোসাইটি সভাপতি আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ রমিজ, সদস্য তৌহিদ, আশরাফ, মোরশেদ, ফোরকান প্রমুখ উপস্থিত ছিলেন।
আবাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ উল্লাহ জানান, সংগঠনের পক্ষ থেকে নারকেল, আম, পেয়ারা, আমড়া, আমলকী, নিম বাদাম, কৃষ্ণচূড়া, তেতুল, অর্জুন, বাদাম সহ ১৫ প্রজাতির প্রায় দেড় হাজার চারা রোপণ করা হয়েছে। দশ হাজার চারা রোপণের পরিকল্পনা আছে বলে তিনি জানান।