বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভূমিহীন পরিবার জমিসহ ঘর পেল আরও ৫ টি পরিবার।
বৃহস্পতিবার সকালে বঙ্গভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ২৬ হাজার ২শ ২৯ টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। গৃহ হস্তান্তর উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আকতার বিউটি, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বক্তব্য রাখেন।
এসময় আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হালিম সিকদারসহ সরকারি কর্মকর্তা,সাংবাদিক জনপ্রতিনিধি ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।