কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আল ইয়াকিনের শীর্ষ নেতা আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে দেশীয় তৈরী দো-নলা বন্দুক ও ১৫ হাজার ৪শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আল ইয়াকিনের শীর্ষ নেতা আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনির (৩৭)ক্যাম্প-৮ ইস্ট এর ৭৬/বি-ব্লকের নুর মোহাম্মদ এর ছেলে।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ ১নং বালুখালী সাকিনস্থ এফডিএমএন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৭৬ ব্লকের আবুল হোসেন এর বসতঘরের সামনের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো: কামরান হোসেন রবিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম এর নির্দেশে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন এর তত্ত্বাবধানে সহকারী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৭৬ ব্লকের এফডিএমএন সদস্য আবুল হোসেন এর বসতঘরের সামনের রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি দো-নলা বন্দুক, যা লম্বায় ২৩ (তেইশ) ইঞ্চি ও ১৫ হাজার ৪ শত পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করে আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে গ্রেফতার করে পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।
উল্লেখ্য যে, আটককৃত এফডিএমএন সদস্য আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনির(৩৭) পুলিশ হেডকোয়ার্টার্স এর তালিকাভুক্ত শীর্ষ দুষ্কৃতিকারী। আলোচিত ৬ মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকান্ডে আবু-বক্কর জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।
তার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।