কুতুবদিয়ায় ভূমি দস্যুতার প্রতিকার চেয়ে আইনী সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে একটি পরিবার।
সোমবার সন্ধ্যায় বড়ঘোপ সমুদ্র সৈকতের মুক্তমঞ্চে মাতবর পাড়ার মরহুম গোলাম কদ্দুছ চৌধুরী ও মরহুম গোলাম রশীদ চৌধুরীর পরিবার এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে মাতবর পাড়ার সম্ভ্রান্ত পরিবারের প্রায় ৩‘শ নারী-পুরুষ সদস্যরা অংশ নেয়। এসময় পরিবারের সদস্য আদিলুল হক চৌধুরী, প্রভাষক আলিমুল হক চৌধুরী, আমিরুল হক চৌধুরী ও রাদিয়া আজিজ চৌধুরী বক্তব্য রাখেন।
বিষয়টি লিখিত ভাবে থানা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অবহিত করে রাতে বড়ঘোপ বাজারে বেলাভূমি রেষ্ট্ররেন্টের হলরুমে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেলাভূমি রেস্তোরেন্ট ও হোটেল সমুদ্র বিলাসের স্বত্বাধিকারী আদিলুল হক চৌধুরী।
সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় তাদের বাপ-দাদার পারিবারিক সদস্য বাবুল কাদের ,সাহাবুদ্দিন সহ একাধিক ব্যক্তি ভূমিদস্যুতার আশ্রয় নিয়ে কয়েকজন চাষিকে উচ্ছেদকরে জমি দখলের চেষ্টা করে
যাচ্ছেন। বিষয়টি শান্তি শৃংখলার ক্রমেই অবনতি সহ বড় ধরণের সংঘর্ষের আশংকা করে জান-মালের রক্ষায় আইনী সুরক্ষার দাবি জানান।