তফসিল ঘোষণার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত অবরোধ বাস্তবায়নে কক্সবাজারের কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। বুধবার সকালে কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল আহমদের নেতৃত্বে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাজন রোড় রাস্তার মাথায় এসে হরতালের সমর্থনে অবস্থান নেন।
এসময় কৈয়ারবিল ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান,কৈয়ারবিল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ করিম,কৈয়ারবিল ইউনিয়ন ল কৃষক দলের সভাপতি মোঃ জাফর,বড়ঘোপ যুবদলের সদস্য মোঃ বেলাল,কৈয়ারবিল ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম হোছাইন, বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক জিয়াসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমেদ বলেন, নির্বাচন কমিশন যে একতরফা তফসিল ঘোষণা করেছে তা বাতিল করে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যতাই বাংলাদেশের মানুষ এই একতরফা নির্বাচন মানবে না। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবী জানান।