কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ ফুটবল টিমকে সংবর্ধনা উপজেলা প্রশাসন’র
৫০ তম গ্রীষ্মকালীন স্কুল মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ ফুটবলে জাতীয় পর্যায়ে রানারআপ হওয়ার গৌরব অর্জনকারী ফুটবল দল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যালয় কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের ফুটবলার, কোচ, ম্যানেজারকে সংবর্ধনা দিয়েছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।
সোমবার রাতে কুতুবদিয়া অফিসার্স ক্লাব হলরুমে কুতুবদিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফ, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান হালিম সিকদার, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলম,কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জিগারুন নাহার,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার বিমল কান্তি শীল, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বদরুল আনাম মুবিন বক্তব্য রাখেন।
উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার জাকারিয়ার সঞ্চালনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেডর মোঃ জামাল উদ্দিন,কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ এহাসান, কুতুবদিয়া খেলোয়াড় সমিতির সভাপতি আতিকুর রহমান, কুতুবদিয়ার কৃতি ফুটবলার আকতার হোছাইন বাতুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ফুটবল খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের খেলোয়াড় মোঃ তানজিলসহ কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ ফুটবল টিমের খেলোয়াড় কোচ,ম্যানেজারকে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।