কুতুবদিয়ার নিখোঁজ মাঝির লাশ উদ্ধার
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ অপর জেলের লাশ উদ্ধার হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর ) দুপুরে কোষ্টগার্ড সাগর থেকে আলম মাঝির লাশটি উদ্ধার করে কুতুবদিয়া থানায় হস্তান্তর করে। এ নিয়ে দুই নিখোঁজের লাশই মিললো সাগরে। আগেরদিন টলার থেকে নিখোঁজ অপর জেলে মঈনুদ্দিনের লাশ পাওয়া যায়।
নিহত মাঝি মোঃ আলম (৪৩) উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যার পাড়ার মৃত মকবুল আহমেদের ছেলে।
নিহতের বড় ভাই বদিউল আলম জানান, গত ৩০ আগস্ট সাগরে মাছ ধরা অবস্থায় ফিশিং বোট ডুবে যায়। এসময় ৮ জন জেলেকে উদ্ধার করা গেলেও দু’জন নিখোঁজ ছিল। শুক্রবার একজনের লাশ উদ্ধার হয় এবং শনিবার তার ভাইয়ের লাশটিও মৃত পাওয়া যায়।
স্থানীয় উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার বলেন, সাগরে বোট ডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আগেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানান তিনি।
থানার ওসি ( তদন্ত ) কানন সরকার জানান, সাগরে নিখোঁজ অপর জেলে আলম মাঝির লাশ শনিবার উদ্ধার হবার পর সনাক্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।