কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:: কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নে আশা হাজ্বীর পাড়া সড়কে আরসিসি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল পরিষদের অর্থায়নে নির্মাণ কাজের উদ্বোধন করেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ।
এ সময় উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, ঠিকাদার মোঃ আবদুর রহিমসহ ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ বলেন, দক্ষিণ ধূরুং ইউনিয়নে বড় বড় রাস্তার পাশাপাশি গ্রামীণ সড়ক গুলো আরসিসি মাধ্যমে নির্মাণ করা হচ্ছে যাতে সড়ক গুলো স্থায়ী ও টেকসই হয়। দক্ষিণ ধূরুং ইউনিয়নের গ্রামীণ সড়ক গুলো পর্যায়ক্রমে আরসিসি মাধ্যমে নির্মাণ করা হবে বলে জানান।