সুনামগঞ্জে একহাজার বস্তা খাদ্য সামগ্রী দিলেন চসিকের সাবেক মেয়র মনজুর আলম

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের নিজস্ব অর্থায়নে ও তাঁর তত্বাবধানে
আজও সুনামগঞ্জের বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ আসহায়দের মাঝে একহাজার বস্তা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রি বিতরণ করা হয়।
এদিকে গত ২৪ জুন হতে প্রতিদিন সকালে সুনামগঞ্জের বিভিন্ন ইউনিয়নে পাঁচহাজার করে বন্যাকবলিত মানুষকে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায়
এবং বাংলাদেশ সেনাবাহিনী সুনামগঞ্জ ইউনিট ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দের সহায়তায়
নৌকায় করে বানভাসি মানুষের ঘরে ঘরে রান্না করা খাবার বিতরণ চলছে।
এ যাবত সদর উপজেলার জাহাঈির নগর ইউনিয়ন, লক্ষণ শ্রী, মোল্লা পাড়া, গৌরই, কোরবাননগর, বোদার গাও, খাইনছর, লক্ষ্মণপুর, চিরি, সুরমা, কাঠইর ও মোহনপুর ইউনিয়নে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রি পৌছে দেয়া হয়।
উল্যখ্য, গত সপ্তাহে বন্যার শুরুতেই সিলেটে ও হরিপুরে বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন মনজুর আলম। বানভাসি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, সয়াবিন তেল, বিস্কুট, পাউরুটি, খাবার স্যালাইন, মোমবাতি ম্যাচ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে মনজুর আলম বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে থাকি এবং সহযোগিতা করার চেষ্টা করি আমরা। আমরা ক্ষতিগ্রস্থ মানুষের ব্যথা অনুভব করি। মানুষের কল্যাণে কাজ করি। সকল দুর্যোগে মানুষের কল্যাণে এগিয়ে আসতে সচেষ্ট থাকি। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষের জন্য আমাদের এই আয়োজন।’
এ সময় ত্রাণ বিতরণে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন, বাংলাদেশ সেনাবাহিনী সুনামগঞ্জ ইউনিট, সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান, মঈনুল হক, কাঠাইর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামসুল ইসলাম, লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, জাহাঈির নগর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আলম, মোল্লা পাড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক, খাইনছর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, গৌরই ইউনিয়ন ২নং ওয়াড মেম্বার সালেহা আহম্মদ, কোরবানগর ৪ নং ওয়ার্ড মেম্বার জহির মিয়া, লক্ষ্মণপুর ২নং ওয়ার্ড মেম্বার নজরুল, আজিম, নুরুল ইসলাম মেম্বার মোস্তফা হাকিম গ্রুপের কর্মকর্তা কর্মচারিবৃন্দ প্রমুখ।

আরও পড়ুন