কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও চেক বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের হলরুমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় কোস্ট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় উত্তর ধুরুং ইউনিয়নের বয়স্ক শারিরীক অক্ষম ৩জন প্রবীণদের মাঝে হুইল চেয়ার এবং ৫ জন শারিরীক প্রতিবন্ধীদেরকে বিশ হাজার করে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মাস্টার কবির আহমদের সভাপতিত্বে হুইল চেয়ার এবং চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম সিকদার।
উক্ত হুইল চেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোঃ দিদারুল ইসলাম। এসময় ইউপি সদস্য ইমরুল ফারুক, ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু মুছা,উত্তরণ বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক আহম্মদ হোসাইন,আজগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন,মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোছাইন,সমাজকর্মী আবদুর রশিদসহ এলাকার সুশীল সমাজ উপস্থিত ছিলেন।