উখিয়ায় ১ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী সরোয়ার চিংড়ি ঘের নামক স্থানে কক্সবাজার (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে আসামী বিহীন ১.০৬৬ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী সরোয়ার চিংড়ি ঘের থেকে ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবির)ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্নেল শাহ মোঃ আজিজুস শহীদ এর স্বাক্ষরিত শুক্রবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী ত্রিস্টাল মেথ (আইস) নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অপস্ অফিসার এর নেতৃত্বে বালুখালী বিওপির একটি চৌকষ আভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপির ধামনখালী সরোয়ার চিংড়ি ঘের নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।আনুমানিক রাত ১২ টা ০৫ মিনিটের দিকে কতিপয় মাদক চোরাকারবারী সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক তাদেরকে চ্যালেঞ্জ করা হলে মাদক চোরাকারবারীরা, তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থল হতে বিজিবি টহলদল কর্তৃক চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১.০৬৬ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন