উখিয়ায় সীমান্ত থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রহমতের বিল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত গুলিবিদ্ধ এক মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত সংলগ্ন এলাকায় এ মরদেহ পাওয়া যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত গুলিবিদ্ধ এক মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিনি বলেন, বিজিবি থেকে খবর দিয়েছে একটি মরদেহ পাওয়া গেছে।শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) এই রহমতেরবিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে ২ নারী এবং ২ শিশুও ছিল। সেদিন গোলাগুলিতে উত্তপ্ত ছিল সীমান্ত এলাকাটি। গত বুধবারেও সেই সীমান্তে থেমে থেমে গোলাগুলি হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকেও গোলাগুলির বিকট শব্দ শোনা যায়।

আরও পড়ুন