চার বছর পর সরব হলো কুতুবদিয়া শিল্পকলা একাডেমি

কুতুবদিয়ায় প্রায় ৪ বছর বন্ধ থাকার পর চালু হলো উপজেলা শিল্পকলা একাডেমি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার প্রচেষ্টায় একাডেমিটি চালুর উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। শুক্রবার সকালে কুতুবদিয়া শিল্পকলা একাডেমি পুরাতন ও নতুন শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শিল্পকলা একাডেমির কার্যক্র আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

২০১৯ সালে করোনা মহামারীতে কুতুবদিয়া শিল্পকলা একাডেমির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিভিন্ন কারণে শিল্পকলা একাডেমি চালু করা হয়নি। প্রায় ৪ বছর পর এ একাডেমি চালু হওয়ায় ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গন পুনরায় নব উদ্যমে সামনের দিকে এগিয়ে যাবে বলে মনে করেন কুতুবদিয়া শিল্পকলা একাডেমির উপদেষ্টা ও দাতা সদস্য মাস্টার বিমল কান্তি শীল।

কুতুবদিয়া শিল্পকলা একাডেমির নতুন কার্যক্রম অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমির উপদেষ্টা মাস্টার বিমল কান্তি শীল, কোষাধ্যক্ষ নুরুল আমিন,সদস্য আবু ছিদ্দিক রিপন, মাস্টার শফিকুর রহমান মানিক প্রশিক্ষক পার্থ দাশ, প্রাক্তন শিক্ষার্থী ঝুমা দেব নাথ উপস্থিত ছিলেন।

কুতুবদিয়া শিল্পকলা একাডেমির শিক্ষার্থী ঐতিহ্য বড়ুয়া, বিশাল,বাঁধন,রিয়া মনি,তনুশ্রী দেবঙ্গ মিতা, শবপিতা দেবী সুষ্মিতা, অমিত গান পরিবেশন করেন।

আরও পড়ুন