রান্না করা মাংসের মধ্যে ইয়াবা পাচারকালে চন্দনাইশে নারী গ্রেপ্তার
রান্না করা মাংসের নিচে লুকিয়ে ইয়াবা পাচারকালে ১হাজার পিস ইয়াবাসহ আলমাছ খাতুন (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
শনিবার (২৫ ফেব্রæয়ারি) ভোররাত আড়াইটার সময় উপজেলার উত্তর গাছবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃত ওই নারী কক্সবাজার জেলার টেকনাফ থানার কায়ুকখালি এলাকার মৃত আব্দুল কাদেরের মেয়ে।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে শনিবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর গাছবাড়িয়াস্থ পুরাতন সড়ক ভবন অফিসের সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশীকালে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা বাজারের ব্যাগের ভিতর একটি হটপটে রান্না করা মাংসের নিচে সুকৌশলে লুকায়িত এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, একটি হটপটে করে রান্না করা মাংসের নিচে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় আলমাছ খাতুন নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।