চন্দনাইশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সারাদেশের ন্যায় চন্দনাইশ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রাশেদ মো. নুরুদ্দিন, ডা. মুহাম্মদ শেখ সাদী, ডা. প্রবাল চৌধুরী, পরিসংখ্যানবিদ পিযুষ চক্রবর্তী, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) আখতারুজ্জামান রবিউল, স্বাস্থ্য পরিদর্শক পুপুল চৌধুরী প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৪২টি কেন্দ্রে ৩৯হাজার ৩৫২টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ১৫৭ টি শিশুকে নীল রঙের ও ১১ থেকে ৫৯ মাস বয়সের ৩৪ হাজার ১৯৫ টি শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।