আনোয়ারা-কর্ণফুলী আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে এনডিএম প্রার্থী হচ্ছেন এমরান চৌধুরী
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী-১৩ আসনে। নির্বাচনকে সামনে রেখে দেশের ছোট-বড় দল গুলো নিজেদের মত করে গুছিয়ে নিচ্ছে তাদের সংসদীয় এলাকা। প্রার্থীতা নিশ্চিত করতে দলের নেতারাও শুরু করেছে দৌঁড়-ঝাপ। এরই মাঝে দলের একক প্রার্থীতা ঘোষণা করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলের প্রথম পর্যায়ে ৩০জন প্রার্থীর নাম ঘোষণার মধ্যে আনোয়ারা-কর্ণফুলী আসনে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) সভাপতি মো. এমরান চৌধুরীকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এমরান চৌধুরী আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের ব্যবসায়ী মৃৃত শাহ আলম সওদাগর ছেলে।
তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে চট্টগ্রাম মহানগরের সভাপতি দায়িত্ব পালন করছেন।
সোমবার (২৩ জানুয়ারী) দুপুরের আনোয়ারা সদরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) সভাপতি মো. এমরান চৌধুরী। তিনি সাংবাদিকদের জানান, আমার দল স্বাধীনতার পক্ষের শক্তিতে বিশ্বাসী। অসাম্প্রদায়ীক রাজনীতিতে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের শাসন আমলে অর্থ পাচার করেছে, ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেটে কারসাজি করেছে।
আনোয়ারা-কর্ণফুলীতে টানেল, শিল্প কারখানা এসব ভৌগলিক কারণে হয়েছে। কিন্তু এখানকার লোকজনের অধিকাংশ এখনো বেকার। আমি নির্বাচিত হতে পারলে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বেকারত্ব নিরসনে কাজ করব। মানুষের ন্যায় দাবীর পক্ষে আমি কাজ করতে চাই। আগামী নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে অবশ্যই সাধারন মানুষ আমাকে সিংহ মার্কায় ভোট দেবে।
এছাড়াও তিনি দলের প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর এলাকার বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন বলেও জানান।