মিরসরাইয়ে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৮
মিরসরাইয়ে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে আটককৃত আসামিদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার হারিয়াখালী এলাকার মৃত আব্দুর রউফের পুত্র সোনা মিয়া (৫০)।
রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে সোনা মিয়াকে ৯’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়া জিআর পরোয়ানাভূক্ত আসামীরা হলো আবুল খায়েরের স্ত্রী বিবি আয়েশা (৪৫), আবুল হাসেমের পুত্র সাজ্জাদ হোসেন সাকিব (২২), আব্দুল কুদ্দুছের পুত্র আবুল হাসেম (৫০), সিআর পরোয়ানাভূক্ত আসামী আব্দুস সালামের পুত্র সালা উদ্দিন, মাহফুজুর রহমানের পুত্র ফিরোজ খান, আবুল কাশেমের পুত্র মাইনুল কবির (৩৮) এবং মনির হোসেনের পুত্র নাজির উদ্দিন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, রবিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯’শ পিস ইয়াবাসহ সোনা মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।