মির্জাখীল দরবারে ওরশ শুরু
চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ দরবার-ই-আলীয়া জাঁহাগীরিয়ায় শুরু হয়েছে হজরত শাহ জাহাঁগীর শামসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকছুছুর রহমান (ক.) এর ৫৩তম পবিত্র ওরস শরীফ। দরবার শরীফের পীরানেপীরগনের রওজায় গিলাফ পরানোর (পবিত্র চাদর শরীফ) মধ্য দিয়ে শুরু হয় ওরস শরীফের কার্যক্রম।
ওরস শরীফে আসতে পেরে দরবারের ভক্ত-অনুরক্তদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। আধ্যত্মিক ও তরিকতের পীঠস্থান মির্জাখীল দরবার শরীফে পাঁচদিনব্যাপী এই ওরস শরীফের প্রথম দিন সোমবার। এরপর টানা তিনদিন ওরস অনুষ্ঠিত হবে। সবশেষে শুক্রবার পবিত্র বেলাদত শরীফের মধ্য দিয়ে শেষ হবে ওরস শরীফের আনুষ্ঠানিকতা।
ওরস শরীফের এন্তেজাম বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর (৪র্থ) তাজুল আরেফীন মৌলানা শাহ সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক.) এবং উনার মোরাদ -মাহবুবু ও জানশীন হজরত শাহ জাহাঁগীর (৫ম) ইমামুল আরেফীন ডঃ মৌলানা শাহ সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান (ক.) এর পবিত্র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দরবার শরীফ সূত্র জানায়, পাঁচওয়াক্ত নামাজ আদায়, খতমে কোরান, তাকরির মাহফিল, মিলাদ শরীফ, ছেমা মাহফিলের সুরের সুললিত মূর্ছনায় দরবার শরীফে এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়েছে। মুরিদ-আশেকানের আগমনে মুখরিত মির্জাখীল দরবার শরীফ।
মহিমান্বিত ওরস শরীফকে কেন্দ্র করে আস্তানা ই আলীয়া জাহাঁগীরিয়্যাহ মির্জাখীল দরবার শরীফের পবিত্র আস্থানায় খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে তাসমীয়া শরীফ, দরুদে শেফাসহ এবং সর্বোপরি মিলাদ শরীফ পাঠ অব্যাহত আছে।