৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ
চন্দনাইশে পৌরসভা ছাত্রলীগ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ-উপলক্ষ্যে শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেলে চন্দনাইশ পৌরসভা সদরস্থ শাহ আমিন পার্কে পৌরসভা ছাত্রলীগের সভাপতি আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আব্দুল কৈয়ুম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহানউদ্দিন।
পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল আসাদ জয়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. আবু তাহের, জ্যেষ্ঠ সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মামুন, রুহুল আমিন, কর্মসূচি সম্পাদক ইরফান ছাদেক শুভ, ছালেহ নুরজ্জ্মান চৌধুরী তানভীর, উত্তম বিশ্বাস, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, বেলালউদ্দিন সুজন প্রমূখ।
আলোচনা সভায় চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।