মিরসরাইয়ের আবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠিত
আহবায়ক নুরুল আবছার, সচিব জাহেদ রফিক
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠিত হয়েছে। শনিবার আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠন ও কার্যপ্রণালী নির্ধারণ প্রসঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে একটি গঠনতন্ত্র প্রণয়ন ও যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত পরিষদের আহবায়ক মনোনীত হন আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছার (ব্যাচ-১৯৯১) এবং সদস্য সচিব মনোনীত হন আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য জাহেদ রফিক (ব্যাচ-১৯৯৫)।
কমিটির সদস্য মনোনীত হন ডা. বরকত উল্যাহ (ব্যাচ-১৯৭৩), বদরুল আলম জোসেফ (ব্যাচ-১৯৭৭), জাহাঙ্গীর আলম (ব্যাচ-১৯৮১), সাইফ উল্যাহ শিবলী (ব্যাচ-১৯৮২), এস.এম নুরুল আবছার (ব্যাচ-১৯৮৫), জাফর ইকবাল খান (ব্যাচ-১৯৮৯), হারুন অর রশিদ (ব্যাচ-১৯৯২), সাইফ উদ্দিন বিপুল (ব্যাচ- ১৯৯৬), জিলহাজ উদ্দিন নিপুন (ব্যাচ-২০০০), এম আনোয়ার হোসেন (ব্যাচ-২০০৪), আইয়ুব নবী আলম (ব্যাচ-২০০৭), এস.এম তকি উল্যাহ ইমতিয়াজ (ব্যাচ-২০১১), আতিকুল ইসলাম (ব্যাচ-২০১৫)।