বাঁশখালী ফারিয়া’র নির্বাচনে সভাপতি মিছবাহ, সম্পাদক কাইছার

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাঁশখালী ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ২০২২ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টা থেক বেলা ১ টা পর্যন্ত বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়-এ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে স্বতস্ফূর্তভাবে সকল ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পরার মত।

দুই বছর মেয়াদি এই কমিটির ৭ টি পদের মধ্যে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নুরুল ইসলাম মিছবাহ ( সিনিয়র এমপিও, ওরিয়ন ইনপিউশন ফার্মা), সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো.খালেদ (সিনিয়র এমপিও, টেকনো ড্রাগ)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কাইছার (সিনিয়র এমপিও, জিসকা ফার্মা)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাকি ৪ টি পদের মধ্যে যুগ্ন-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ছরওয়ার উদ্দিন (টেকনো ড্রাগ), সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন (ইনসেফটা ফার্মা), অর্থ সম্পাদক পদে পুলক চক্রবর্তী (সোমাটেক ফার্মা), প্রচার সম্পাদক পদে সৈয়দ নাজিম উদ্দিন (বেক্সিমকো ফার্মা)।

সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এ ৩টি পদে মোট ৬’ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

বাঁশখালী ফারিয়ায় মোট ভোটার সংখ্যা ছিলো ২শত ৬৩ জন। ভোট প্রদান করেছেন ২শত ১৩ জন। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন প্রকাশ বড়ুয়া। নির্বাচন অনুষ্ঠানে উপজেলার ফারিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাঁশখালী ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নির্বাচনকেন্দ্র নবগঠিত এ কমিটি (২০২৩-২০২৪) দুই বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন