হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ, অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ রকিবুল ইসলাম এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী।
প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিক মোহাম্মদ হোসেন ইকবাল ও শিক্ষিকা মোছা. নাসরিন আকতার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরী, সহকারি শিক্ষক মো. আব্দুল হালিম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অধ্যাপক তাহেরুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সবুজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা আলম, সৈয়দ মঞ্জুরুল আলম, ইন্সট্রাক্টর ইউআরসি শামসুল আলম, জিয়াউর রহমান কলেজের অধ্যাপক হিমাদ্রি প্রসাদ মহাজন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দীন, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজ মেহেদী, আজিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান রাজু, জোবরা পিপি স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ হাসান, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সহ-সভাপতি মোঃ হেলাল, জাগৃতি ক্লাবের সাবেক সভাপতি মোঃ লোকমান, হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ নুরুল আলম, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।