বাঁশখালীতে ভূয়া দলিল লেখককের ৭ দিনের কারাদন্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসা ভুয়া দলিল লেখক পরিচয়দানকারী মোঃ ইমরান (২২) নামক এক যুবককে আটক পূর্বক ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

আটককৃত মোঃ ইমরান উপজেলার কালীপুর ইউনিয়নের শাহ আলমের পুত্র।

বুধবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভূমি অফিসে দলিল লেখক পরিচয়দানকারী ওই যুবককে হাতেনাতে ধরে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘ইতিপূর্বে কথিত ভূয়া দলিল লেখক ইমরানকে দুইবার জরিমানাসহ মুচলেকা নেওয়া হয়েছিল। আজকে পুনঃরায় তাকে দালালি করতে দেখে আটকপূর্বক ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। বাঁশখালী ভূমি অফিসকে দালালমুক্ত করতে ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণের এই অভিযান অব্যহত থাকবে।