লামায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

পার্বত্য বান্দরবানের লামায় রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত আমন ধানের প্রদর্শনী প্লটের নমুনা শস্য কর্তন শুরু করা হয়েছে ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার লামা সদও ইউনিয়নের মেউলারচর ও বৈইল্লারচর বøকের ব্রি ধান ৭১ জাতের নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন সি:উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ বড়–য়া ও উপসহকারি কৃষি কর্মকর্তা সাালমা ইয়ামিন রিক্তা।

মেউলারচর ও বৈইল্লারচর বøকের কৃষক মোবারক হোসেন,মো. জসিম,আব্দুর রহিম, মো.রফিকুল ইসলাম এর জমিতে রোপণ করা প্লটের নির্ধারিত মাপের নমুনা শস্য কর্তন করে মাঠেই মাড়াই-ঝাড়াই করে ফলন রেকর্ড করা হয়। এতে হেক্টর প্রতি ৫.০০ মে. টন (ভেজা) এবং ৪.২৪ মে. টন (শুকনা) ফলন পাওয়া যায়। আর ২০ বর্গমিটারে ফলন রেকর্ড করা হয় ১০ কেজি। প্রতি শীষে ধানের সংখ্যা (গড়ে) ২১২টি।