চিকিৎসায় মুনাফার চেয়ে সেবার দিকটা গুরুত্বপূর্ণ : এম এ মালেক
ব্যবসায় মুনাফা প্রয়োজন তবে সেটি কখনও সেবাকে ছাড়িয়ে নয়। চিকিৎসাকে সেক্টরকে তাই কখনও ব্যবসা বলা হয় না, সেবা বলা হয়। এখানে মুনাফার চেয়ে সেবাকে অধিক গুরুত্ব দিতে হবে বলে দাবি করেছেন একুশে পদক প্রাপ্ত আজাদী সম্পাদক এম এ মালেক।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে হাটহাজারী পৌর সদরের এন জহুর শপিং সেন্টারে ৩য় তলায় শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেড হাটহাজারী শাখার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, রোগীদের সাথে চিকিৎসক যদি ভাল আচরণ করে রোগী অর্ধেক রোগ সেরে যায়। একজন রোগী সেটাই আশা করে। তাই রোগীদের সাথে ভাল ব্যবহার করা উচিত। এতে রোগীরাও হাসপাতালের প্রতি আস্থাশীল হবে।
শেভরণ হাটহাজারী শাখার চেয়ারম্যান ডাঃ এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ দেশের চিকিৎসকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্তদের চিকিৎসা দিয়েছেন তা বিশ্বে বিরল। তাই একটু ভাল ব্যবহার করলে দেশের বাইরে যাওয়ার প্রবণতা কমবে রোগীদের। শেভরণের স্টাফদের উদ্দেশ্য করে তিনি বলেন, রোগ নির্ণয়ে ব্যবহৃত মেশিনের পেছনের স্টাফরা যদি দক্ষ না হয় তাহলে উন্নতমানের মেশিনের ফলাফল ভাল আসবেনা। অনেক ল্যাবরেটরী আছে যেখানে রিপোর্টের আগেই ভাল চিকিৎসকদের সাক্ষর থাকে যা অনুচিত। আশা করছি শেভরণ এ বিষয়ে সজাগ থাকবেন।
মো. শোয়াইব হোসেন ফারুকীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত। উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের ডাইরেক্টর হেলথ ডাঃ মো. সাখাওয়াত উল্যাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আজাদী’র চীফ রিপোর্টার হাসান আকবর, এ এ জি তাসাদ্দিক মরতুজা। বিশেষ আলোচক ছিলেন, আলহাজ্ব মীর মোশাররফ হোসেন।
এসময় দেশ টিভির বিভাগীয় প্রধান আলমগীর সবুজ, শেভরণের চেয়ারম্যান ফরিদুল আলম, ডাঃ শামিম আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।