চট্টগ্রাম নগরীতে ক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীদের ঝাড়ু মিছিল

চট্টগ্রাম নগরীর আওতাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ইউনিট কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে দায়িত্বশীলদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ক্ষুদ্ধ নেতাকর্মীরা। শনিবার (২২ অক্টোবর) রাতে নগরীর ফিরোজ শাহ এলাকায় এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

ঝাড়ু মিছিল থেকে সাংগঠনিক টিম প্রধান এস কে খোদা তোতন, সদস্য সাহাবুদ্দিন কমান্ডার ও ইকবাল চৌধুরীর বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে শ্লোগান দেয়া হয়। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। ইতোমধ্যে অনিয়মের বিস্তারিত তুলে ধরা ক্ষুদ্ধ নেতাকর্মীরা দলের দায়িত্বশীলদের লিখিতভাবে জানিয়েছেন।

তাদের দাবি, গত ১৮ অক্টোবর আকবরশাহ থানার উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ইউনিট কমিটি গঠন করা হয়। ব্যাপক অনিয়মসহ দলের হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে সাংগঠনিক টিম এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অপকৌশলের মাধ্যমে কমিটি গঠন করেছে বলে তারা দাবি করেন।

অভিযোগকারীদের দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ছিল প্রতিটি ইউনিটে তৃণমূল নেতাকর্মীদের কাউন্সিলর করে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করার। কিন্তু টিম প্রধান ও অন্য সদস্যরা কোনো কাউন্সিলদের না জানিয়ে শুধু প্রার্থীদের ডেকে এনে জোরপূর্বক অগণতান্ত্রিকভাবে ভোট করে। এতে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করা হয়।

আরও পড়ুন