স্বামী-স্ত্রী’র ইয়াবা সংসারে বেরসিক পুলিশের বাগড়া
চট্টগ্রামের চন্দনাইশে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায় জড়িত স্বামী-স্ত্রীকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া দুইটার সময় চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার রামু থানার রশিদনগর ইউনিয়নের গোলালীজম হরিতলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. কামাল উদ্দিন (৫২) ও তার স্ত্রী হামিদা বেগম (৪২)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী পূরবী পরিবহন বাসে অভিযান চালিয়ে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছে থাকা হটপট তল্লাশি করে হটপটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, “মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে চন্দনাইশ থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।