বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার সময় ওমনগণি এমইএস কলেজের সামনে থেকে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে লায়ন্স কমপ্লেক্সে গিয়ে শেষ হবে। পরবর্তীতে বিকাল সাড়ে ৪টার সময় লায়ন্স ভবনের হালিমা-রোকেয়া হলে দিবসের ওপর আলোকপাত করে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত র্যালী ও আলোচনা সভায় লায়ন্স জেলা গভর্ণর শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উক্ত র্যালী ও আলোচনা সভায় সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন দিবসটি উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন ডাঃ জাকিরুল ইসলাম ও মেম্বার সেক্রেটারী লায়ন তারেক কামাল।
যেভাবে বিশ্ব সাদাছড়ি দিবসের যাত্রা :: এটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জাতীয় দিবস। ১৯৬৪ সাল থেকে প্রতি বছরের ১৫ ই অক্টোবর দিবসটি পালিত হয়। অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্ধত্ব এবং স্বাধীনতার হাতিয়ারের প্রতীক, সাদা বেতের লোকদের কৃতিত্ব উদ্যাপনের জন্য তারিখটি আলাদা করা হয়েছে।
ইতিহাস :: ১৯৬৪ সালে ৬ অক্টোবর মার্কিন কংগ্রেসের একটি যৌথ রেজোলিউশন, H.R. ৭৫৩, প্রকশনা হিসাবে আইনে স্বাক্ষরিত হয়। এই রেজুলেশনটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে প্রতিবছরের ১৫ ই অক্টোবরকে “সাদাছড়ি নিরাপত্তা দিবস” হিসাবে ঘোষণা করার অনুমতি দেয়। রাষ্ট্রপতি লিন্ডন বি জনসন যৌথ রেজুলেশন পাস হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রথম সাদাছড়ি নিরাপত্তা দিবস ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। ২০১১ সালে, সাদাছড়ি নিরাপত্তা দিবসকে প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বারা অন্ধ আমেরিকানদের সমতা দিবস নামকরণ করা হয়েছিল।
পালন করে যারা :: দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন সংস্থা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করে। লায়নস ইন্টারন্যাশনালের হিসাবমতে, বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে থাকে, যাতে যারা চোখে দেখে তারা যাতে তাদের চলাচলে সহযোগিতা করে। নিরাপদে সড়কে ও অন্যান্য স্থানে চলাচলের সুযোগ করে দেওয়ার প্রতীক হিসেবে সাদাছড়ির ব্যবহার করা হয়।